Image description

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ জাতীয় সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দলের। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটতে যাওয়া দলটির নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে চলতি মাসজুড়ে ব্যাপক আলাপ-আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের মাধ্যমে নিশ্চিত যে তিনি দলের প্রধান হিসেবে হাল ধরবেন।

তাছাড়াও, দলের আরও শীর্ষ তিন পদে সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র কারা আসছেন তা অনেকটাই নিশ্চিত। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা যায়, নতুন দলের সদস্য সচিব হিসেবে দেখা যাবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে।

তাছাড়া নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখপাত্র হিসেবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থাকছেন বলে দল গঠনের সাথে যুক্ত কয়েকজন ছাত্রনেতা নিশ্চিত করেছেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে দল আত্মপ্রকাশের মাত্র তিন দিন বাকি থাকলেও দলের বিন্যাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি দলের নেতারা। জানা যায়, প্রতিদিন দলের বিন্যাস নিয়ে রুদ্ধদ্বার আলাপ করছেন তরুণ নেতারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা জানান, যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিবের পাশাপাশি নতুন তিনটি পদ সৃষ্টি করে ছাত্রনেতাদের ‘স্টেক’ দেওয়ার আলোচনা চলছে। নতুন যে তিনটি পদ সৃষ্টির আলোচনা চলছে তা হলো মুখ্য সমন্বয়ক, কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদক।

শীর্ষ পদগুলোতে নারীদের অংশগ্রহণ থাকবে বলেও জানান জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা। নারীদের মধ্যে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ।

যুগ্ম সদস্য সচিব হিসেবে দেখা যেতে পারে নারী নেতৃত্ব। তাছাড়াও, শীর্ষ পদগুলোতে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

তবে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘নতুন দলের কমিটিতে কারা আসছেন, এসব বিষয় আত্মপ্রকাশের দিনই আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আরও বলেন, ‘নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি। আমাদের দলের গঠনতন্ত্র এবং সামনের দিনে যে কাউন্সিল হবে, সেখানে আমরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি দলে অন্তর্ভুক্ত করতে চাই।’