Image description
 

৭২ এর সংবিধান বাতিল করতে হবে এবং চুপ্পুকে অপসারণ করতে হবে বলে, দাবি জানিয়েছেন চিন্তাবিদ ফরহাদ মজহার । তিনি বলেন, জনগণের হাতে ক্ষমতা চলে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা ধরে রাখতে পারি নাই। এই সরকার এখন গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। 

ফরহাদ মজহার আরো বলেন, যেই ঘোষণা দেওয়ার কথা ছিল ৫ আগস্ট, সেই ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। অবশ্যই ঘোষণা পেছানো যায়, তবে জনগণ চাইলে সাথে সাথে দিতে হবে। এই ঘোষণা পেছানোর কোনো অধিকার সরকারের নেই। ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল এবং এটা একটি আইনি প্রক্রিয়া। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। জনগণ এখনো চেয়েছিল এরকম একটা ঘোষণাপত্র কিন্তু আপনারা সেটা দেন নাই।

ফরহাদ মজহার একজন বাংলাদেশি কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ওষুধশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থনীতিতে ডিগ্রি লাভ করেন। তিনি 'উবিনীগ' (উন্নয়ন বিকল্প) নামক একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা এবং 'নয়াকৃষি' আন্দোলনের প্রবর্তক। 

 

ফরহাদ মজহার বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও ধর্ম নিয়ে কয়েক দশক ধরে লেখালেখি ও গবেষণা করে আসছেন। তিনি 'চিন্তা' নামক একটি পত্রিকার সম্পাদক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'প্রস্তাব', 'মোকাবিলা', 'এবাদতনামা' এবং 'মার্কস পাঠের ভূমিকা'। সাম্প্রতিক সময়ে, ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনকে তিনি 'ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়' হিসেবে আখ্যা দিয়েছেন। 

ফরহাদ মজহার বাংলাদেশের সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের পর ১৯৭২ সালে প্রবর্তিত সংবিধানের একজন বড় সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। তার চিন্তাভাবনা ও লেখালেখি বাংলাদেশের সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং তিনি দেশের অন্যতম প্রভাবশালী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।