Image description

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে অপসারণের দাবিতে ছাত্রদের চরম বিক্ষোভের পরও অন্তর্বর্তী সরকার তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয়নি, কারণ বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে সমর্থন পাওয়া যায়নি। এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, বর্তমান সরকার একটি নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে এবং বড় সিদ্ধান্তগুলো নিতে বিএনপির সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, "রাষ্ট্রপতিকে পরিবর্তনের বিষয়ে ছাত্ররা দাবি জানালেও বিএনপির সমর্থন না থাকায় সরকার ঐক্যমত্য ছাড়া এ বিষয়ে এগোয়নি।"

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির বক্তব্য এবং আওয়ামী লীগের অবস্থানের মধ্যে মিল দেখা যাচ্ছে। বিএনপি সরকারকে 'অনির্বাচিত' বললেও আওয়ামী লীগও একে 'অবৈধ' ও 'অসাংবিধানিক' হিসেবে চিহ্নিত করেছে। ফলে সরকারকে দেখার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দুই দলের বক্তব্যে সাযুজ্য দেখা যাচ্ছে বলে মত দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, "বিএনপি যদি আওয়ামী লীগের মতো একই ভাষায় সরকারকে ব্যাখ্যা করা শুরু করে, তাহলে জনগণ তাদের মধ্যে পার্থক্য খুঁজে পাবে না।"

সাক্ষাৎকারে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কিছুটা তৈরি হলেও সরকার এখনও আলোচনার জন্য প্রস্তুত। পাশাপাশি, তিনি তাঁর পদত্যাগের সম্ভাবনা সম্পর্কেও মন্তব্য করেন। তাঁর কথায়, সরকার ছাড়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, তবে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের চিন্তা চলছে, যা ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে।

শহীদ পরিবারদের জন্য সরকারি সহায়তার বিষয়েও তিনি বলেন, সরকার প্রতিটি শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ করেছে, যা এই মাস থেকে দেওয়া শুরু হবে। আহতদের জন্যও ১০ লাখ টাকা করে সহায়তার পরিকল্পনা রয়েছে।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এখনো তাদের খসড়া দেয়নি, তবে দ্রুত তা পাঠানোর কথা জানিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর খসড়া সরকার ইতোমধ্যে পেয়েছে এবং সরকার প্রস্তুত রয়েছে। এখন মূলত বিএনপির অংশগ্রহণের অপেক্ষা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও দেখুন: https://youtu.be/ueA5o6uW4II?si=xD6qEAlquLEA_uod