মাহমুদুর রহমান
অনেক ইংরেজি শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ বলা কঠিন। আমি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বর্ণনায় ইংরেজি ক্যারিশম্যাটিক (Charismatic) শব্দটি বলতে চেয়েছিলাম। ইংরেজি থেকে বাংলা অভিধানে দেখলাম সেই শব্দের সঠিক প্রতিশব্দে বলা হয়েছে, সম্মোহনী শক্তিসম্পন্ন। তিন শব্দবিশিষ্ট বাংলা অর্থটির চেয়ে ভালো বিবেচনায় শিরোনামে আমি এক শব্দের 'জননন্দিত' বেছে নিয়েছি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একাধিকবার গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি এবং আপসহীন রাজনীতিবিদ-এটুকু বললেই তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠত্বের বর্ণনা শেষ হয়ে যায় না। তাকে কেন আমি অনন্য মনে করি এবার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।
প্রেক্ষাপট না জানলে আমরা রাজনীতিতে খালেদা জিয়ার সঠিক অবস্থান বুঝতে পারব না। তাই আমাকে সংক্ষেপে হলেও পাকিস্তান আমল থেকে এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস টানতে হচ্ছে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান-এই তিনজন প্রকৃত জননন্দিত নেতার উত্থান ঘটেছিল। তাদের মধ্যে ফজলুল হকের উত্থানের সময় ছিল প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসনাধীন আমলে। ১৯০৬ সালে মুসলিম লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বাংলার অবহেলিত মুসলমানদের মুক্তির জন্য অগ্রগামী ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও নওয়াব সলিমুল্লাহর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তুখোড় মেধাবী শেরেবাংলা ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবও জিন্নাহসহ উপমহাদেশের