Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের বৈঠক চলাকালে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেট বৈঠক শুরু হয়। রাত ৮টার পর থেকে ছাত্রনেতারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক চলতে থাকে এবং একই সময়ে চলে ছাত্রনেতাদের অবস্থান। এসময় বিভিন্ন স্লোগান দেন অবস্থানকারী শিক্ষার্থীরা।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, রেজিস্ট্রার অফিসে জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের অপ্রত্যাশিত আচরণ ছাড়াও দীর্ঘদিন ধরে ফাইল আটকে রাখার অভিযোগ তারা দীর্ঘদিন থেকেই পেয়ে আসছেন।

তিনি বলেন, “যে কাজ কয়েক দিনে শেষ হওয়ার কথা, তা মাসের পর মাস পড়ে থাকে। এজন্য আমরা আগেই বলেছিলাম, তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এত অভিযোগের পরও কীভাবে তিনি গুরুত্বপূর্ণ সিন্ডিকেট সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে থাকেন—সেটাই আমাদের প্রশ্ন।”

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “রেজিস্ট্রার দফতর ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতর- উভয় জায়গাতেই কাজের গতি অত্যন্ত ধীর। আধা ঘণ্টার কাজ করতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন। লাঞ্চ টাইম দুইটা হলেও তারা প্রায়ই তিনটার দিকে আসেন। মাসুদ স্যার না ক্লাসগুলো ঠিকমতো নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।”

অবস্থান কর্মসূচিতে রাকসু ও হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।