Image description
রাঙ্গাবালীতে মন্দির পাহারায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা
দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়েতের নেতাকর্মীরা। উপজেলা সকল মন্দিরগুলোতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত পাহারায় ছিলেন তারা। সরেজমিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। এছাড়াও সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা । এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মু. কবির হুসাইন বলেন, ‘গত মঙ্গলবার থেকে আমরা নেতাকর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। উপজেলার সকল মন্দির পরিদর্শন করেছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক আমরা।’ তিনি আরও জানান, গত মঙ্গলবার থেকে রাঙ্গাবালী উপজলার সকল মন্দিরের জায়গায় পাহারা নিশ্চিতে কর্মীদের নির্দেশ দিয়েছি এবং বেশ কয়েকটা মন্দির পরিদর্শন করেছি। বৃহস্পতিবার সারারাত মন্দির পাহারায় থাকেন জামায়াত-শিবির দলের কর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বরে জানান তারা। এ বিষয়ে জানতে বিএনপি নেতা বাইজীদ আহম্মেদ কালু বলেন, ‘মন্দিরগুলো পাহারায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর চোরাগোপ্তা হামলা করে বিএনপি নেতাকর্মীদের উপর দোশ চাপাতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহারায় থাকবো আমরা।’ (ঢাকাটাইমস