৪০ ঘর পুড়িয়ে থামল কল্যাণপুর বস্তির আগুন, আগুনে নিঃস্ব তারা
৪০ ঘর পুড়িয়ে থামল কল্যাণপুর বস্তির আগুন, আগুনে নিঃস্ব তারা
রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বস্তিতে লাগা আগুনে অন্তত ৪০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ৪০টি ঘরের মানুষ খোলা আকাশের নিচে মানবেতরভাবে রাত অতিবাহিত করছে। আগুনে অন্তত ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার হুমায়ূন কবির।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১৩টি ইউনিট ও পুলিশ সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আমরা রাত ১০টা ৩ মিনিটে এই খবর পাই। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও আটটি ইউনিট যোগ করা হয়।
স্থানীয়রা জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে ১০টি সেকশন আছে। ৭ নম্বর সেকশনে আগুন লাগে। একটি ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে দোকানের অন্তত ৩ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, আমাদের ধারণা ভাঙারি দোকানের অরক্ষিত বিদ্যুৎ সংযোগ কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখান থেকে আগুন পাশে কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। এরপর মুহূর্তে তা পেছনের বস্তিতে ছড়িয়ে যায়।
তিনি জানান, আগুন লাগার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত গুরুতর হতাহত কাউকে পাইনি। তবে ছোটখাটো হতাহতের ঘটনা আছে। আমরা আগুন লাগার পুরো এলাকায় খোঁজ করছি।
মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ইস্পাত ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তখন দোকানে ছয়জন ছিলেন।
দোকান মালিকের বন্ধু মাইনুল উদ্দিন জানান, তার বন্ধু নান্নু মোড়ল, স্ত্রী রুবি, কর্মচারী আমিরুল ও দোকানে ব্যাবসায়ীক কাজে আসা একজন আহত হয়েছেন। এর মধ্যে কর্মচারী ও বহিরাগত ব্যক্তি বেশি আহত। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদশর্ক (এসআই) বাচ্চু মিয়া বলেন, কল্যাণপুরে আগুনের ঘটনায় আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১) নামে দুজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।
ব্রেকিংনিউজ