Image description
কোপার সেমিফাইনালে কে কার মুখোমুখি
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে আজ। চার কোয়ার্টার ফাইনাল ম্যাচের তিনটিই গড়ায় টাইব্রেকারে। কোপার নিয়ম অনুযায়ী সেমিফাইনাল পর্ব পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট ম্যাচে সমতায় থাকলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। প্রথম কোয়ার্টারে আর্জেন্টিনা ও ইকুয়েডর ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকার ৪-২ ব্যধধানে জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। বুধবার সকালে সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার। প্রথমবার কোপা আমেরিকাতে অংশ নিয়েই সেমিতে উঠেছে কানাডা। দ্বিতীয় কোয়ার্টারে কানাডা ও ভেনেজুয়েলার ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকারে কানাডা ৪-৩ ব্যবধানে জেতে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ভোরে কলম্বিয়া ৫-০ গোল বিধ্বস্ত করে পানামাকে। তারা বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলকে হারানো উরুগুয়ের। উরুগুয়ে-ব্রজিল ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে মার্সেলো বিয়েলসার দল। সেমিফাইনালের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।