কানাডার কোয়ান্টাম কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডি-ওয়েভ নতুন এক প্রসেসর তৈরির ঘোষণা দিয়েছে। অ্যাডভান্টেজ ২ নামের এই প্রসেসরটি তাঁদের আগের ৫০০০-কিউবিট সিস্টেমের প্রসেসরের চেয়ে ২৫ হাজার গুণ দ্রত কাজ করতে পারে।
অ্যাডভান্টেজ ২ প্রসসের ৪,৪০০-এর বেশি কিউবিট আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ম্যাট্রিয়াল সায়েন্স এবং অপ্টিমাইজেশনের টাস্ক সংযুক্ত এই প্রসেসরটি জটিল সব কাজ আর গণনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ডি-ওয়েভ জানিয়েছে, নতুন এই প্রসেসর আগের মডেলের চেয়ে অনেক দ্রুত এবং আরও সঠিক ফলাফল দিতে সক্ষম।
ডি-ওয়েভের বলছে, নতুন এই প্রসেসরটি ম্যাট্রিয়াল সায়েন্সের থ্রি-ডি ল্যাটিসের সমস্যগুলি নিয়ে আরও নিখুঁতভাবে কাজ করতে পারে। এ ক্ষেত্রে আগের সবচেয়ে শক্তিশালী প্রসেসরের তুলনায় অ্যাডভান্টেজ ২ ২৫ হাজার গুণ দ্রত এবং পাঁচগুণ ভালো ফলাফল দেয়।
বুলিয়ান স্যাটিফাইবিলিটি বা স্যাট প্রবলেমের পরীক্ষাতেও এই প্রসেসস উৎরে গেছে বেশ ভালোভাবেই।
স্যাট প্রবলেম হলো বিশেষ একটা পরীক্ষা, যাতে একটি প্রসেসর বিভিন্ন নিয়ম ও শর্ত মেনে কত দ্রুত সঠিক সমাধান খুঁজে পেতে পারে—তা যাচাই করে। এই পরীক্ষা ক্রিপ্টোগ্রাফি এবং লজিস্টিকসের মতো গুরুত্বপূর্ণ কাজে খুবই প্রয়োজনীয়।
এই সব পরীক্ষা পেরিয়ে এসেই অ্যাডভান্টেজ ২ প্রসসরকে এত শক্তিশালী প্রসসের হিসেবে দাবি করছে ডি-ওয়েভ। নতুন প্রসেসরটি আরও তিনটি ক্ষেত্রে উন্নতি এনেছে দাবি করছে প্রতিষ্ঠানটি—
১. কোহেরেন্স টাইম বা কিউবিট স্থায়িত্বের সময়, ২. এনার্জি স্কেল শক্তি ব্যবহারের কার্যকারিতা ও ৩.কিউবিট কানেক্টিভিটি বা কিউবিটগুলোর মধ্যে সংযোগের উন্নতি ঘটিয়েছে।
কোহেরেন্স টাইম বলতে বোঝায়, কতক্ষণ কিউবিট তাদের কোয়ান্টাম অবস্থা কোনও বাধা ছাড়াই ধরে রাখতে পারে। কোহেরেন্স টাইম যে প্রসেসরের যত বেশি হয়; স্থিতিশীল ও সঠিক গণনা ক্ষমতা সেই প্রসেসরের ততো বেশি। কোহেরেন্স টাইম কোয়ান্টাম কম্পিউটেশনকে আরও নির্ভরযোগ্য করে তোলে।
ডি-ওয়েভ জানিয়েছে যে তাদের নতুন প্রসেসর আগের তুলনায় দ্বিগুণ কোহেরেন্স টাইম দিচ্ছে।
অ্যাডভান্টেজ ২ প্রসেসরে এনার্জি স্কেলেও আগের ৪০ শতাংশ বাড়ানো হয়েছে।
এছাড়া, কিউবিট কানেক্টিভিটি উন্নত করা হয়েছে। আগে প্রতিটি কিউবিট ১৫টি সংযোগ করতে পারত, এখন এটি ২০টি সংযোগ করতে সক্ষম। এর ফলে অ্যাডভভান্টেজ ২ আগের চেয়ে বড় এবং আরও জটিল সমস্যার সমাধান করতে পারবে।
ডি-ওয়েভের প্রধান উন্নয়ন কর্মকর্তা ট্রেভর ল্যানটিং বলেছেন, ‘নতুন অ্যানিলিং কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমে সংযোগ এবং কোহেরেন্স উন্নত করার যে কৌশলগত সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, তা সফল প্রমাণিত হয়েছে।নতুন প্রসেসরের পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট। বিশ্বাস করি, এই প্রযুক্তি গ্রাহকদের জন্য দারুণ ফলাফল এনে দেবে এবং বড় ও আরও জটিল সমস্যার সমাধান করতে সহায়ক হবে।’
সূত্র: লাইভ সায়েন্স
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন