Image description

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক। জানা গেছে, সোমবার বিকেলে জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে শহরের পৌর ঈদগাহ মাঠের সামনে থেকে অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমানুল্লাহ আকাশ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি।

এর আগে আটবারের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। আমানুল্লাহ আকাশের জুনিয়র আইনজীবী রাউফুর রহমান প্রণয় ঢাকা পোস্টকে বলেন, জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে স্যারকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলায় তার নাম উল্লেখ নেই। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাও জানি না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ঢাকা পোস্টকে বলেন, জুলাই-আগস্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আগামীকাল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।