মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর করা হবে। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ভেন্যু ও বিসিবি কার্যালয়ে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। ফলে এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।