১) ছয় দফা দাবির সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব অধিদপ্তরের হলেও দেড় বছরে একটি দাবিও বাস্তবায়ন করেনি—এটি অধিদপ্তরের চরম ব্যর্থতা।
২) ডিপ্লোমা প্রকৌশলী পদ অধিদপ্তরেরই সৃষ্টি, অথচ উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান ষড়যন্ত্রে তারা নিশ্চুপ—এমন অভিভাবক আমরা চাই না।
৩) ২০২১ সালের বিতর্কিত নিয়োগের মূল দায় অধিদপ্তরের। আজকের সংকটের মূলে সেই নিয়োগপ্রাপ্তরাই জড়িত—এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে।
৪) ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা স্বল্প সময়ে অধিদপ্তরের সহযোগিতায় সফলতা পেয়েছে, অথচ পলিটেকনিক শিক্ষার্থীরা দেড় বছর আন্দোলন করেও বঞ্চিত—এই দ্বিমুখী নীতির জবাব চাই।