Image description

শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াযেম হোসাইন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসাইন, জামায়াত নেতা কবির আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, ঝিনাইগতাতিতে জামায়াত নেতাকে হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নেব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় ১১ দলীয় প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। ঢাকা-৪ আসনে মহিলা নেত্রীর ওপর হামলা হয়েছে। কিন্তু প্রচার থামেনি, এখন আরো জোর গতিতে মহিলারা প্রচারে নেমেছেন।

মাওলানা হালিম বলেন, বিএনপি প্রতিপক্ষ একটি দল, আমরা ১১টি দল। আমাদের শক্তি বেশি। আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হত্যা-সন্ত্রাসের মাস্টারমাইন্ড, গডফাদার তারেক রহমান। তার নির্দেশেই এসব হত্যা-সন্ত্রাস হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ডে আমাদের থামানো যাবে না। আমরা সবাই ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দিয়ে যথাযথ জবাব দেবো।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রমানিত হয়েছে। অবিলম্বে দলীয় আনুগত্যে থাকা ডিসি-এসসিপদের অপসারণ করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।