Image description
 

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাশেদ মিয়া প্রকাশ রাশেদ হাসান রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম।

এর আগে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার রাশেদ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকায় সুন্নিয়া মাদ্রাসা রোড দৌলত ম্যানসনে থাকেন। তিনি মৃত দৌলত মিয়ার ছেলে।

 
 

পাঁচলাইশ থানার উপপরিদর্শক সুজন বড়ুয়া কালবেলাকে বলেন, গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে সিআর সাজা-৬ ওয়ারেন্ট ও জিআর-২ ওয়ারেন্ট ছিল।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম কালবেলাকে বলেন, গ্রেপ্তার রাশেদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।