বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংসদের বাইরে এক হাজার মিনিট কথা বললে কিছু হয় না। কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে আইন হয়। অধিকার বাস্তবায়ন করা যায়।
সোমবার সন্ধ্যায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় পথসভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সংসদের বাইরে কথা বললে বিদেশে টাকা পাচার বন্ধ করা যায় না। সংসদে বললে টাকা পাচার বন্ধ করা যায়। সংসদ আর ষ্টেজ এক না।
মুফতি ফয়জুল করিম বলেন, সংসদে গেলে বোবার মতো বসে থাকবো না। দেশের পক্ষে, মজলুমদের পক্ষে ও ইসলামের পক্ষে চোর সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলবো।
খেলাফত মজলিস ও জামায়াতের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে জানিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, জনগণের বক্তব্য এইবার বরিশাল-৫ আসনে হাতপাখার জয় হবে, ইনশাআল্লাহ। কমপক্ষে ৫০ হাজার ভোট বেশি পেয়ে হাতপাখা জিতবে।
এর আগে তিনি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারগুলোতে অগ্নিকাণ্ড এড়াতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন।
এ সময় মুফতি ফয়জুল করিম বলেন, অগ্নিকাণ্ডে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ফায়ার সার্ভিসকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন মুফতি ফয়জুল করিম।
বিডি প্রতিদিন