গাজীপুর-২ (সদর- টঙ্গী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, ‘আমরা গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ। আজ টঙ্গী থেকে প্রচারণা শুরু করলাম। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা কেন্দ্রে যাব, আর ফলাফল নিয়ে ঘরে ফিরব। মনে রাখতে হবে, আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
রনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষ, ৯১ সালের জোয়ার উঠেছে। তবে কাউকে দুর্বল মনে করলে চলবে না। আজ থেকে কেউ ঘরে বসে থাকবেন না।
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার নেত্রী কি পরিমাণ নির্যাতিত হয়েছেন আপনারা জানেন। সব অন্যায়ের জবাব ১২ তারিখ দিয়ে দেব আমরা। ধানের শীষ বিজয়ী হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত আসবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ প্রমুখ।