Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর আমেরিকার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় কানাডাকে তার নতুনভাবে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশে লেখা ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অনুগ্রহ করে এই চিঠিটিকে এই মর্মে বিবেচনা করুন, কানাডার যোগদানের বিষয়ে বোর্ড অব পিস আপনাকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার করছে।’ 

এ সপ্তাহে কার্নি শিরোনামে আসেন, যখন তিনি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় একটি ‘ফাটল’ সৃষ্টির আশঙ্কার কথা বলেন।

কানাডা ইঙ্গিত দিয়েছিল, তারা বোর্ডে থাকার জন্য অর্থ পরিশোধ না করলেও এতে যোগ দেবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কোস্তা বলেন, বোর্ডটির পরিধি নিয়ে ইউরোপীয় নেতাদের গুরুতর সন্দেহ রয়েছে, তবে গাজায় সংস্থাটির সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।

এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে ট্রাম্পকে ব্যাপক সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র এটিকে সংঘাত নিরসনের জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে তুলে ধরছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পোস্টে ট্রাম্প কেন কানাডার প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কোনো কারণ জানাননি।

কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে প্রধানমন্ত্রী গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন, নীতিগতভাবে তিনি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করবেন। তবে অটোয়া সাম্প্রতিক দিনগুলোতে জানিয়েছে, তারা ১ বিলিয়ন ডলার সদস্যপদ ফি পরিশোধ করবে না, যা ট্রাম্পের মতে স্থায়ী সদস্যদের বোর্ডের অর্থায়নে সহায়তার জন্য দিতে হবে।