প্রতীক বরাদ্দে জেলার তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। প্রতীক বরাদ্দের পর রাতে সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি জেলার ১(চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), ২(কচুয়া-সদর) ও ৩(রামপাল-মোংলা) তিনটি আসনেই ‘ঘোড়া’ প্রতীকে প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানান। তিনিটি আসনেই তিনি জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
তবে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও তিনি বিএনপির প্রতি অনুগত বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘আমি জয়লাভ করে বিএনপি চেয়ারপারসনকে ৩ টি আসন উপহার দিতে চাই। বাগেরহাটের মাটি ও মানুষের সাথে আমার অস্তিত্বের, হৃদয়ের সম্পর্ক। আমি মনে প্রাণে বিশ^াস করি সাধারণ মানুষের ভোটে আমি জয়ী হব।’
এসময় তিনি উপকূলীয় বাগেরহাটের উন্নয়ন বিষয়ক ভাবনা তুলে ধরেন। একইসাথে মোংলা বন্দরকে আরও গতিশীল করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরমধ্যে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এম এ এইচ সেলিম।