কুমিল্লা শহরের টমসমব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে গুলি ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। পরে ওই যুবকের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে শহরের একটি এলাকায় এক আইনজীবীর ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে মো. আরিফুর রহমান এবং ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির পুলিশের একটি টিম টমসমব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে। এ সময় আরিফ নামে এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এবং ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা আরিফের কাছে থেকে ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করি। পরে তার দেওয়া তথ্যমতে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।