স্মার্টফোন একটু পুরোনো হলেই শুরু হয় পরিচিত এক সমস্যা ‘স্টোরেজ ফুল’। ফোনে জমে থাকা ছবি, ভিডিও, অ্যাপ আর প্রয়োজনীয় ফাইল নিয়ে কী রাখবেন আর কী মুছবেন— এই টানাপোড়েনেই কেটে যায় সময়। পছন্দের মুহূর্তগুলো ধরে রাখতে গিয়ে অনেকেই নতুন কিছু ডিলিট করতে চান না। আর ঠিক এই জায়গাতেই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি, স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (OS) আপডেট করা।
কিন্তু এই অবহেলাই ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। শুধু ফোনের পারফরম্যান্স নয়, ঝুঁকির মুখে পড়তে পারে ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তা। এমনই সতর্কবার্তা জারি করেছে ভারতের সরকারি সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম-ইন্ডিয়া)। সংস্থাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করার আহ্বান জানিয়েছে।
অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কী সতর্কবার্তা দিল সার্ট-ইন?
সার্ট-ইনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাসে প্রকাশিত অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল দ্রুত আপডেট করা জরুরি। সংস্থার মতে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
এই ফাঁক ব্যবহার করে নির্দিষ্ট কোনো অ্যান্ড্রয়েড ফোনকে টার্গেট করে সাইবার অ্যাটাক চালানো সম্ভব। এমন আক্রমণের ফলে ডিভাইসের মেমোরি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সিস্টেম ক্র্যাশ করতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের আক্রমণ হলে সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা আরও বেড়ে যায়।
আপডেট না করলে কোথায় ঝুঁকি?
সার্ট-ইন জানাচ্ছে, যারা লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করবেন না, তাদের ফোন বা কোনো প্রতিষ্ঠানের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাকারদের আক্রমণের জন্য উন্মুক্ত থেকে যাবে।
এই নিরাপত্তা ত্রুটির একটি বড় অংশের সঙ্গে যুক্ত রয়েছে ডলবি ডিজিটাল প্লাস ইউনিফায়েড ডিকোডার। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মিডিয়া প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত এই টুলটিতে সমস্যা ধরা পড়েছে, যা থেকেই নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে।
ডলবি কী বলছে?
ডলবি সমস্যার কথা স্বীকার করলেও জানিয়েছে, বিষয়টি যতটা ভয়াবহ বলে প্রচার হচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। তাদের মতে, সর্বোচ্চ যা হতে পারে, তা হলো মিডিয়া প্লেয়ার ক্র্যাশ করা । এ ছাড়া ফোন অটো রিস্টার্ট নিতে পারে।
তবে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা নেই বলেই দাবি Dolby-এর।
গুগলের অবস্থান
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যাটি প্রথম সামনে আসে ২০২৫ সালের অক্টোবরে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেই গুগল সিকিউরিটি আপডেট প্রকাশ করে। ৫ জানুয়ারির সিকিউরিটি বুলেটিনে এই ত্রুটির কথা উল্লেখ করে নতুন সিকিউরিটি প্যাচ রোলআউট করা হয়, যা এখন দ্রুত ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, স্টোরেজ বাঁচাতে গিয়ে সিকিউরিটি আপডেট এড়িয়ে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। প্রয়োজনে অপ্রয়োজনীয় ছবি বা অ্যাপ মুছে হলেও নিয়মিত OS ও সিকিউরিটি আপডেট ইনস্টল করা উচিত।
কারণ একটি ছোট আপডেটই পারে আপনার ফোনকে বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে।