Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, সম্প্রতি সংঘবদ্ধ অপরাধী চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরসহ নেতাদের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে মর্মে একটি ভুয়া ও বানোয়াট সংবাদ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এই ধরণের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে। নোংরামির বিস্তার করছে। এটা বন্ধ করতে হবে।

 

বুধবার বিকেলে ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ডিবির প্রধান শফিকুল ইসলাম সাহেবের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা রাজনৈতিক প্রচারের নামে কারো বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছি।

ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান ও সাইবার টিমের আহ্বায়ক এডভোকেট মনির হোসেন প্রমুখ।