কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মাগুরা সদর আমলি আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়ে ম্যাজিস্ট্রেট আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কোন আদেশ দেননি। আগামীকাল তিনি এ বিষয়ে আদেশ দেবেন বলে মামলার আইনজীবী কাজী মিহির জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে আজ বুধবার মাগুরা সদর আমলী আদালতে এই মামলাটি করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন মাগুরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মিহির জানান, সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গৌর সুন্দর বিশ্বাস মামলাটি আমলে নিয়েছেন। মামলায় কুষ্টিয়া জেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরা ভিটার বাসিন্দা আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে। এ মামলায় ৩ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
মামলার এজাহারে ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে, আরাফাত রহমান কোকোর নামে বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখতে পান। ওই ভিডিওতে দেখা যায়, আসামি আমির হামজা জনসম্মুখে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গ করে অত্যন্ত অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসলে তিনি ক্ষুব্ধ হন।
অভিযোগে আরো বলা হয়েছে, আসামির এমন কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের নেতাকর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে।
বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা ও যাচাই-বাছাই শেষে ন্যায়বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন হয়ে বাদীর পক্ষ থেকে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়েছে।