Image description

সিরিয়ার প্রাক্তন শাসক বাশার আল-আসাদের নির্বাসিত চাচা রিফাত আল-আসাদ ৮৮ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি সিরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের ভাই ছিলেন।

১৯৮২ সালে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামায় ইসলামপন্থী বিদ্রোহ দমনে তার নেতৃত্বাধীন বাহিনীর ভূমিকার কারণে রিফাত আল-আসাদ ব্যাপকভাবে কুখ্যাত হন। ওই অভিযানে শহর ঘিরে রেখে বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। হাসপাতাল সূত্র ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এতে প্রায় ৩৭,০০০ মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই তাকে ‘হামার কসাই’ নামে ডাকা হতো।

 

পরবর্তীতে তিনি তার ভাই হাফেজ আল-আসাদের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেন, যা ব্যর্থ হলে তাকে দেশ ছাড়তে হয়। দীর্ঘ সময় তিনি ফ্রান্সে নির্বাসনে ছিলেন। সেখানে অবস্থানকালে সিরিয়ার রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালে ফ্রান্সের আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয় এবং তার বিপুল সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

২০২২ সালে দণ্ড বহাল থাকার পর তিনি সিরিয়ায় ফিরে যান। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে রিফাত দেশ ছেড়ে লেবানন হয়ে দুবাইয়ে আশ্রয় নেন। সেখানেই তার মৃত্যু হয়।