ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশকালে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর থেকে বিকাল পর্যন্ত বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে।
একই দিনে রাজাপুর, উথলী, জীবননগর পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল ৭ কেজি গাঁজা ও ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে। পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।