Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও ঢাকা-১২ আসন থেকে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ইরান রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ঝালকাঠি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জানতে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। পরে একটি নম্বরে ফোন করা হলে লেবারপার্টির অফিস সহকারী পরিচয়ে মো. আবিদুর নামের একজন জানান, দুই আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন লেবার পার্টির চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ নির্বাচন করছেন না। তবে, লেবার পার্টির মোট ১৫জন প্রার্থী দেশের বিভিন্ন আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন-সংগ্রামের অন্যতম মিত্র দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তিনি যুগপৎ আন্দোলনে জোটবদ্ধ হয়ে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় একাধিকবার গ্রেপ্তার ও আওয়ামী সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে ভুমিকা রেখেছেন। পরে জোটগত মনোনয়ন নিয়ে বিএনপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে বিএনপির বিরুদ্ধে বেইমানির অভিযোগ এনে বিএনপি সমর্থিত জোট ত্যাগ করে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন ইরান।

দলীয় সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী-কৌশল এবং বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের স্বার্থ বিবেচনা করেই মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ইরান