পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পোস্টাল নিয়মকানুন ভিন্ন ভিন্ন। দেশগুলোর সঙ্গে সমন্বয় করার চ্যালেঞ্জ মোকাবিলা করবে কমিশন। একইসঙ্গে, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা গেলে তা বিশ্বে নজির হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সতর্কতা নিশ্চিতেরও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, যেকোনো নতুন উদ্যোগে ভুল বোঝাবুঝি থাকে। পোস্টাল ভোটিংয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণেদিত নয়। অ্যাম্বাসেডররা দিনরাত পরিশ্রম করছেন পোস্টাল ভোটিং বাস্তবায়নে।
তিনি আরও জানান, ১২২ টি দেশ থেকে পোস্টাল ভোটিংয়ে প্রবাসীরা এনরোলমেন্ট করেছে। একেক দেশের পোস্টাল সিস্টেম একেকরকম। সেই চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বের অনেক দেশ যা করতে পারেনি আমরা তা করার চেষ্টা করছি।