Image description

রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, এ ঘটনার পর জামায়াতের কয়েকজনকে নেতাকর্মীকে মসজিদের মধ্যে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মসজিদের ভেতরে ও বাহিরে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে কেন এ হামলা হয়েছে এখনও তা জানা যায়নি। এতে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি হাফোজ আবু তাহেরসহ আন্তত ১৬ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, এটি ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল)। এখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।