আসন্ন সংসদ নির্বাচনে ১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য । এর মধ্যে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসনে দলীয় প্রতীক কেটলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই মনোনয়ন তালিকা ঘোষণা করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা একটি গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়, এটাই আমাদের দাবি। নাগরিক ঐক্য একটি ১২ বছরের পুরোনো রাজনৈতিক দল, যা ১৩ বছরে পদার্পণ করেছে। দলটি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এবারের নির্বাচনে নাগরিক ঐক্যের মূল এজেন্ডা হচ্ছে, বদলে দাও বাংলাদেশ।
ঘোষিত তালিকা অনুযায়ী, রংপুর-৫ আসনে প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, জামালপুর-৪ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হাসান, সিরাজগঞ্জ-১ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব, পাবনা-৪ আসনে অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু নির্বাচন করবেন।
এছাড়া চট্টগ্রাম-৯ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার, চাঁদপুর-২ আসনে অধ্যাপক এনামুল হক, কুড়িগ্রাম-২ আসনে মেজর (অব.) আব্দুস সালাম, রাজশাহী-২ আসনে ডা. মোহাম্মদ সামছুল আলম এবং লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ রেজাউল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
১১ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি।
তিনি বলেন, কেটলি প্রতীকে নির্বাচন করে জনগণের অধিকার, সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে থাকব আমরা।
এ সময় নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার খুব শিগগির ঘোষণা করা হবে বলে জানান মান্না। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নে দলটি একমত এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ করবে। তবে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক বিষয়গুলো আরো জোরালোভাবে সামনে আনার প্রয়োজন রয়েছে।