আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। শিরোপা জয়ের আনন্দ মাঠের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে ইউরোপেও। তবে সেই উদযাপন ফ্রান্সের বিভিন্ন শহরে গিয়ে রূপ নেয় বিশৃঙ্খলায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
ফ্রান্সের স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৮ জানুয়ারি রাতে সেনেগালের জয়ের পর প্যারিস অঞ্চলসহ লিওঁ ও অ্যাভিনিয়নে স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন বিপুলসংখ্যক সমর্থক। উদযাপনের একপর্যায়ে যান চলাচলে বাধা, আতশবাজি নিক্ষেপ ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। অভিযানের সময় ১৪ জন পুলিশ সদস্য সামান্য আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বিভিন্ন এলাকায় ধীরে ধীরে শান্তি ফিরে আসে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে দেশজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনালের মতোই সেনেগালের শিরোপা জয়ের প্রতিক্রিয়া মাঠের বাইরেও তীব্র ছিল, যা শেষ পর্যন্ত প্রশাসনের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।