Image description

গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ৩ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান সরদার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর রাশেদ। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত নেতাদের সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের যে-কোনো প্রকার সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।