Image description
 

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

তারা হলেন, নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭) ও রাকিব মিয়া। তবে তার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিন শেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্ট চুরির করতে করাত দিয়ে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঝলসে যায় রাকিব। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে হৃদয় নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এসআই নজরুল ইসলাম বলেন, ওই যুবককে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা মরদেহ নেওয়ার চেষ্টা করছে।