বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। গানের পাশাপাশি মাঝেমধ্যেই নানা কারণে তাকে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে দেখা যায়। তবে এবার তার ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক স্টোরিকে কেন্দ্র করে অনলাইন দুনিয়ায় বেশ কৌতূহল ছড়িয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা স্টোরিতে ‘দিলবার’খ্যাত গায়িকা তার পেশাগত জীবন থেকে শুরু করে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানান। এমনকি তিনি আদৌ পেশাগত জীবনে ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। অবশ্য পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা! এই পোস্টটি ঘিরে তাই নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কিনা, জানি না। ধন্যবাদ।’
দ্বিতীয় স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে এ গায়িকা লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! শান্তির জন্য এটুকুই আমি আপনাদের কাছে চাই।’
ধারণা করা হচ্ছে, গত ১৫ ডিসেম্বর নেহার সবশেষ ‘ক্যান্ডি শপ’ গানটি প্রকাশের পর অনলাইনে নেটিজেনদের থেকে তাকে যে পরিমাণ ট্রলের মুখে পড়তে হয়েছিল, তার কারণেই হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তার ভাই টনি কক্করের সঙ্গে প্রকাশিত এই গানটির কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন নেহা।
তার আগে ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দর্শকদের দুয়োধ্বনির মুখে পরিস্থিতি সামলাতে না পেরে মঞ্চেই কান্নায় ভেঙে পড়েছিলেন এ সংগীতশিল্পী। যদিও সেবার এর জন্য আয়োজকদের ঘাড়ে দায় দিয়েছিলেন নেহা কক্কর। তবে হঠাৎ কেনো এ ধরনের স্টোরি অনলাইনে শেয়ার করে পরে সেটা মুছে ফেললেন- তা নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।