Image description
 

চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষা দেওয়ার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রুয়েটের প্রশাসনিক ভবনে বোর্ড অব ডিসিপ্লিন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক। বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য সচিব ও রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারসহ বোর্ডের সদস্যরা।

জানা গেছে, অভিযুক্ত ৯ শিক্ষার্থীর মধ্যে ৮ জনকে দুই শিক্ষাবর্ষের (চার সেমিস্টার) জন্য এবং অপর একজনকে এক সেমিস্টারের জন্য একাডেমিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীদের অধিকাংশের বিরুদ্ধেই পরীক্ষায় মোবাইল ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি—বিশেষ করে চ্যাটজিপিটি—ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বন করেন শিক্ষার্থীরা। প্রমাণ হিসেবে ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এসব ডিভাইস না ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এছাড়াও অভিযুক্ত শিক্ষার্থীদের জন্য আপিলের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। প্রাথমিকভাবে তারা একাডেমিক কাউন্সিলের কাছে আপিল করতে পারবে। সেখানে সুরাহা না হলে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকবে বলে জানা গেছে।