Image description

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে একটি নির্দেশিকা প্রকাশ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এ নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএনসিসি জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং আইনি কাঠামোর আওতায় ভাড়া নির্ধারণ ও অন্যান্য বিষয় স্পষ্ট করতে এই নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।