Image description

সার্বিকভাবে বিশ্বে ভারতের পাসপোর্টের মান কিছুটা বেড়েছে। ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৬’ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৮৫ থেকে উন্নীত হয়ে ৮০তম স্থানে উঠে এসেছে। কিন্তু এরপরও দুটি দেশ ভারতীয়দের দেয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার কেড়ে নেয়া দেশ দুটি হলো–ইরান ও বলিভিয়া।

বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক। একই সঙ্গে, ইরানের মাধ্যমে ভিসামুক্ত ট্রানজিটের প্রস্তাব দেয়া এজেন্টদের থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভিসামুক্ত ভ্রমণ বলতে বোঝায়, ভ্রমণের আগে ভিসার জন্য আবেদন না করেই স্বল্পমেয়াদি অবস্থানের সুযোগ। এ ধরনের ব্যবস্থা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির ভিত্তিতে হয়। এতে অবস্থানের মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ ও বৈধ ভ্রমণ নথির মতো শর্ত থাকতে পারে।

এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় যেতেও এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে। অনলাইনে একটি ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক মাধ্যমে ফি পরিশোধের মাধ্যম ই-ভিসা পাওয়া যায়। অনুমোদিত ভিসা ডিজিটালভাবে পাঠানো হয় এবং আগমনের সময় যাচাইয়ের জন্য তা সঙ্গে রাখতে হয়।

২০২৫ সালে ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিয়েছিল বলিভিয়া। যার ফলে কোনো পূর্বানুমতি ছাড়াই ভ্রমণ করা যেত। যাত্রীরা বিমানবন্দরে একটি ফরম পূরণ করে ফি পরিশোধ করলেই চলত, যা ভিসামুক্ত সুবিধার মতোই ছিল।

শীর্ষনিউজ