Image description

আমরা ঋণখেলাপি কিংবা দ্বৈত নাগরিকদের সংসদে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের বিষয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা বিএনপি এবং ছাত্রদলের চাপে। ইসির সামনে যে মব তৈরি করেছে বিএনপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে চাপ সৃষ্টি করেছে।  

সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল বৈঠক শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমরা বলেছি, গত দুই-তিনদিনে আসন্ন নির্বাচন এবং সমসাময়িক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। সর্বশ্রেষ্ঠ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার সেই পরিস্থিতি আমরা দেখছি না। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন হবে না। সেই দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে আসবে। আমরা উদ্বেগ প্রকাশ করেছি, ইসিতেও বলে এসেছি। আবারও যাবো ইসিতে। 
তিনি আরও বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কিন্তু ইসি রোববার নতুন একটা ব্যাখ্যা দিলো। এই ব্যাখ্যা দেয়া হয়েছে বিএনপির প্রার্থীদের বৈধতা দিতে। আমরা বলছি, দ্বৈত নাগরিকত্ব জামায়াতসহ যেকোনো দলেই থাকতে পারে। তা যেন সব দলের জন্য প্রযোজ্য হয়। ঋণখেলাপির বিষয়েও একই কথা। আমরা চাই না তারা সংসদে যাক।