Image description
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হতে দেবো না। এবার ভোট হবে ১৯৯১ সালের মতো।

 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে চার সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাইনা। তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি। তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা? এমন প্রশ্নও রাখেন তিনি।

 

তিনি আরও বলেন, ইসির সঙ্গে টানাপোড়েন আগে থেকে ছিল, তবে সেটা ছিল দলীয়। কিন্তু এখন এসেছে নির্বাচন। ইসি যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচনের আশা করবো। তবে বিশ্বাস আছে তারা পারবে। তাদের এমন আচরণ চলতে থাকলে আমরা মাঠে নামতে বাধ্য হবো।

 

বিগত সময়ের নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। কারণ নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছিল। এবারের নির্বাচন সেটা হবে না এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করবে।