সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। পে স্কেল বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। অর্থনীতি আরও শক্তিশালী হলে বিষয়টি আলোর মুখ দেখবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরে হাসান আলী স্কুল মাঠে আয়োজিত গণভোটের ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। আমরা পে কমিশন করেছি। এ বিষয়ে কাজ চলছে। এটি বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এটি আলোর মুখ দেখবে।
তিনি জানান, দেশের অর্থনীতি চাঙা করার জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অনেকেই মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো, এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে। অর্থ উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।