Image description
 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারবো না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি। বিগত সরকার স্বৈরাচারী সরকার ছিল না। তারা ছিল ফ্যাসিবাদী সরকার। তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির উপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে। সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ৭২ এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। সেটি আর সংবিধান নেই। যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। তাই কোন সরকারকে একক ভাবে সংবিধান সংশোধনের সুযোগ যেন না পায় সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে। কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না। যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

 

সোমবার দুপুরে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।