আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন করতে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ শীর্ষক বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে রাজশাহী কলেজ মাঠে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘২০২৬ সালের এই গণভোট হবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার ভিত্তি। ভোটের চাবি তথা দেশের চাবি এখন আপনাদের হাতে, এই চাবি শক্ত করে ধরুন।’
তিনি আরও জানান, বৈষম্য থেকে দূরে আসতে হলে এবং নারীদের এগিয়ে নিতে হলে তাদের মাঝে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব বোঝাতে হবে। পাশাপাশি সংসদীয় ভোটের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা তাদের বক্তব্যে তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে জাতীয় সংস্কারের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।