Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও পেশাদারিত্বের নজির গড়ছে সিলেট টাইটান্স। বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী, দলের সব স্থানীয় ক্রিকেটারের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। রবিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে সিলেট টাইটান্স জানায়, লিগের সব নিয়ম ও নীতিমালা অনুসরণ করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। খেলোয়াড়দের সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্মান ও পেশাদার আচরণ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। তাই প্লে-অফের আগেই ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আরও বলা হয়, দলের প্রতিটি খেলোয়াড়ই সিলেট টাইটান্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা দায়বদ্ধ। ভবিষ্যতেও একই নীতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি আসরে মাঠের পারফরম্যান্সেও বেশ ইতিবাচক চিত্র দেখাচ্ছে সিলেট টাইটান্স। শুরু থেকেই ধারাবাহিক ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে দলটি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিয়মিত জয় তুলে নেওয়ার ফলে টুর্নামেন্টের শেষ দিকে এসে আগেভাগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে তারা।