Image description

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুপুরে রংপুর দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।


এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, আমরা জাল সনদে চাকরি করার অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে কমিশনের নির্দেশক্রমে আমরা এসেছি। প্রথমে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি।


আমরা তাঁকে জানিয়েছি, যেহেতু তিনি প্রতিষ্ঠানপ্রধান, তাঁকে আমরা জানিয়েছি। আর যেহেতু এটি প্রশাসনিক বিষয়, আমরা রেজিস্ট্রার মহোদয়ের এখানে এসেছি। তিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। 
সহকারী পরিচালক আরো বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, জাল সনদে চাকরি করার দায়ে একজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।


আমরা সব তথ্য নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন কমিশনকে দেব। তিনি বলেন, অভিযানে আসার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকশন নিয়েছে। এর মানে হচ্ছে অভিযোগ সত্য। তা না হলে তো আর অ্যাকশনে যেত না। বিশ্ববিদ্যালয় তো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে পারে না।

 
দুদক কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা বা দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগে প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তিনি বলেন, সংশ্লিষ্টদের অন্যান্য শিক্ষাগত সনদ সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।