শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার দাবিতে রাজনৈতিক দলগুলো নীরব ভূমিকা পালন করছে। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আপনারা ৩০০ সংসদীয় আসন থেকে একযোগে আওয়াজ তুলুন। দৃঢ়তার সঙ্গে হাদি হত্যার বিচার দাবি করুন।
তিনি বলেন, আগামী এক সপ্তাহ আমরা অপেক্ষা করব। এই সময়ের মধ্যে যদি বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয়, তাহলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শহীদ হাদির আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, হাদি ভাই বলতেন—আমার শত্রুও যদি ভোট দিতে যায়, তাকেও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটাই ইনসাফ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। তিনি সংসদে যেতে পারেননি, তাই তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের কাঁধে। আমাদের সবাইকে তার আদর্শ ধারণ করে যোগ্য নেতৃত্বে পরিণত হতে হবে।
বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাদি হত্যার বিচার দাবিতে তারা কেউ মাঠে নামেনি। অথচ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়ে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। এগুলো স্পষ্ট দ্বিচারিতা।