এক আসনে একটি ইসলামী দলের প্রার্থী নিয়ে যে নির্বাচনী সমঝোতা বা One Box Policy তা আনুষ্ঠানিকভাবে প্রথম প্রস্তাব করেছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে গিয়ে এই প্রস্তাবনা পেশ করেছিলেন।
যদিও আরো কয়েক বছর আগে আগে আল্লামা নুর হুসাইন কাসেমী রহ: জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি থাকাকালীন সময়ে সমমনা ইসলামী দলসমূহের ঘরোয়া বৈঠকে One Box Policy এর চিন্তা শেয়ার করেছিলেন ড. আহমদ আবদুল কাদের।
এরপর ২০২৩ সালের অক্টোবর মাসে ড. আহমদ আবদুল কাদের যুক্তরাজ্যে সফরকালে ২ অক্টোবর লন্ডনে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা বা One Box Policy বিষয়ে পূণরায় আশা ও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।
এছাড়াও জুলাই বিপ্লবের পর ২৮ ডিসেম্বর ২০২৪, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে "বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র" এই প্রতিপাদ্য নিয়ে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির প্রথম ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করেছিল খেলাফত মজলিস। সেখানে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরবর্তীতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশও সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছিল। তবে খেলাফত মজলিসের মঞ্চে যেভাবে সকল ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন সেভাবে বাকি দুই দলের সমাবেশে দেখা যায়নি।
আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয় যে, পীর সাহেবে চরমোনাই One Box Policy এর রূপকার। অথচ ড. আহমদ আবদুল কাদের যখন ২০২৩ সালে One Box Policy এর আনুষ্ঠানিক ঘোষণা দেন তখন পীর সাহেব চরমোনাই এই চিন্তার ধারেকাছেও ছিলেন না। তিনি খেলাফত মজলিসের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের পর থেকে কথা বলা শুরু করেন। সুতরাং One Box Policy এর রূপকার বলতে গেলে সর্বপ্রথম যে নামটি আসবে সেটি হচ্ছে ড. আহমদ আবদুল কাদের। এ সত্যটুকু অন্তত স্বীকার করা উচিত।
(২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর One Box Policy নিয়ে ড. আহমদ আবদুল কাদের এর বক্তব্য)
https://www.facebook.com/share/v/1GmfGVueda/
(২০২৩ সালের ২ অক্টোবর লন্ডনের এক সমাবেশে One Box Policy নিয়ে ড. আহমদ আবদুল কাদের এর বক্তব্য)
https://www.facebook.com/share/v/1BkKNjUAfp/