লক্ষ্মীপুর সদরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের ওপর। হামলা ঠেকাতে গিয়ে জামায়াতের পাঁচ পুরুষ কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— এমরান হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকত। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে, তবে দুয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পূর্ব সৈয়দপুরের বটতলা মুন্সী বাড়িতে কোরআন তালিমের আয়োজন করে মহিলা জামায়াত। অনুষ্ঠান চলাকালে যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলা ঠেকানোর চেষ্টা করেন স্থানীয় জামায়াতের পুরুষ কর্মীরা। তবে দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন তারা।
এ বিষয়ে স্থানীয় যুবদল ও জামায়াতের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।