Image description

লক্ষ্মীপুর সদরে মহিলা জামায়াতের কোরআন তালিম অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের ওপর। হামলা ঠেকাতে গিয়ে জামায়াতের পাঁচ পুরুষ কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— এমরান হোসেন, আব্দুর রহমান, মোহাম্মদ খোকন ও সৈকত। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে, তবে দুয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পূর্ব সৈয়দপুরের বটতলা মুন্সী বাড়িতে কোরআন তালিমের আয়োজন করে মহিলা জামায়াত। অনুষ্ঠান চলাকালে যুবদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলা ঠেকানোর চেষ্টা করেন স্থানীয় জামায়াতের পুরুষ কর্মীরা। তবে দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন তারা।

এ বিষয়ে স্থানীয় যুবদল ও জামায়াতের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।