Image description

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, ততই অশুভ ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গণভোট কোনো দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই গণভোটের মাধ্যমে দেশের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা প্রতিটি ভোটারের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এর আগে সকালে গণভোট বিষয়ে সিলেট বিভাগের সব জেলার কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা বলেন, গণভোট বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের জড়তা বা শিথিলতা রাখা যাবে না।

দুই উপদেষ্টা আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে যে কোনো ছোটখাট বিচ্যুতিও আন্তর্জাতিক অঙ্গনে বড় আকারে প্রচার হতে পারে। ফলে প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রম হতে হবে দায়িত্বশীল ও সময়োপযোগী।

নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের আচরণ কেমন হবে, সে বিষয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান উপদেষ্টাদ্বয়।

মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ওই দিন সিলেটে একটি বড় রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। এ কারণেই আমরা আগেভাগে সিলেটে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।

সিলেট বিভাগের জন্য সরকারের পক্ষ থেকে চার জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বোঝানো লাগবে না। নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে। নির্বাচন পর্যন্ত সিলেটের সকল সরকারি দায়িত্বশীলদের বিশেষভাবে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া, বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।