লক্ষ্মীপুরে জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কিশোরকন্ঠের মূল প্রতিপাদ্য ছিল কিশোরকন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কিশোরকন্ঠ ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে শহরের নুর জাহান চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান।
নির্বাহী সম্পাদক হযরত আলী ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরমান হোসাইন, নির্বাহী কমিটির সদস্য পারবেজ হোসেন, রাশেদ হোসাইন, আব্দুল মোতালেব, হাফেজ মইনুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় অতিথিরা বলেন, কিশোরকন্ঠ একটি ব্যতিক্রমী প্রয়াস। কিশোরকন্ঠের মতো এমন সৃজনশীল পত্রিকার সমাহার আরো বেশি হওয়া উচিত। এছাড়া কিশোরকন্ঠ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।