বাংলাদেশ খুবই ভালো করছে। তবে রাজনৈতিক কারণে মাঝে মাঝে অস্থিরতা বা কিছু বাধা-বিপত্তি আসতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ইরান ও নেপাল বলেছে, তারা বাংলাদেশের মতো হতে চায় না।
তিনি বলেন, এসডিজি গ্র্যাজুয়েশনের বিষয়টি দেখুন। আমরা গ্র্যাজুয়েশন করব কি না এ নিয়ে সবাই তাকিয়ে আছে।
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড।
উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি এখনও রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চ মুদ্রাস্ফীতি শুধু সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে না। খালি পলিসি রেট বাড়িয়ে দিলাম আর ওদিকে সাপ্লাই, এতে হবে না।
তিনি আরও বলেন, রাজনৈতিক গভর্নেন্স না থাকলে শুধু অর্থনৈতিক পদক্ষেপ দিয়ে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যায় না। ইন্সপেক্টর পাঠিয়ে বা ম্যাজিস্ট্রেট বসিয়ে দিয়ে এটা সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশেই এটা কাজ করে না।
নির্বাচন উপলক্ষে বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত অর্থ রয়েছে এবং সেখান থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হবে।