Image description
 

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার দিক থেকে ছুটে আসা গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৯) অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, আজ সোমবার বিকেল ৪টার মধ্যে শিশুটিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

চিকিৎসকদের সর্বশেষ তথ্যমতে, শিশুটির মাথায় অস্ত্রোপচার করা হলেও গুলিটি বের করা সম্ভব হয়নি। চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুনুর রশিদ জানান, নিউরো সার্জারির বিশেষজ্ঞ দল অস্ত্রোপচার পরিচালনা করেন। তবে গুলিটি মাথার গভীর ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করায় তা অপসারণ করা যায়নি। অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতস্থান পরিষ্কার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত রোববার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকার তেচ্ছা ব্রিজের কাছে হুজাইফা গুলিবিদ্ধ হয়। সে স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের বড় সন্তান। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড় এবং হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।