Image description
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে টিলা কেটে ছড়ায় অবৈধভাবে নির্মিত বাঁধ কেটে দিয়েছে প্রশাসন।
 
মঙ্গলাবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের এক যৌথ অভিযানে উপজেলার চুনতি ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী গোলাইম্যা ঘোনা এলাকায় পাগলীর ছড়ার এ বাঁধ অপসারণ করে ছড়ার স্বাভাবিক রূপ ফিরেয়ে আনা হয়।
 
জানা গেছে, স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের নেতৃত্বে শুষ্ক মৌসুমে সেচের পানি বিক্রির উদ্দেশে কুলপাগলীর ছড়ায় অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি মজুদ করছিলেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে বন্যপ্রাণীর পানির সংকট তৈরি হচ্ছিল। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছিল। এছাড়াও পানির অভাবে ভাটি এলাকার হাজারো কৃষকের চাষাবাদ ব্যহত হচ্ছিল।
 
চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, ‘কৃত্রিম বাঁধ দিয়ে ছড়ার পানির স্বাভাবিক গতি রোধ করে পানি জমা করছিল একটি চক্র। এতে অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবার পানির সংকটসহ নানা প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। জীববৈচিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় বাঁধটি অপসারণ করা হয়েছে।’
 
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, ‘বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় প্রাকৃতিকভাবে সৃষ্ট কুলপাগলীর ছড়ায় নির্মিত কৃত্রিম বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়েছে।’
 
সময়ের আলো